সিনেমা জগতে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ মানেই এক নতুন উন্মাদনা আর রেকর্ডের ভাঙা-গড়া। সেই ধারাবাহিকতা বজায় রেখে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩০৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত হয়েছে ৭৭৭.১ মিলিয়ন ডলার। তবে আয়ের গতিতে আগের দুই কিস্তির তুলনায় এবারের কিস্তিটি কিছুটা পিছিয়ে আছে। প্রথম ‘অ্যাভাটার’ ১৭ দিনে এবং দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ মাত্র ১৪ দিনে ১ বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকেছিল।
বিশেষজ্ঞদের মতে, সিনেমাটি শেষ পর্যন্ত ২ বিলিয়ন ডলারের গণ্ডি পার করতে পারবে কি না, তা অনেকাংশেই নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের ওপর। বর্তমানে চীন (১৩৮ মিলিয়ন ডলার), ফ্রান্স (৮১ মিলিয়ন) এবং জার্মানি (৬৪ মিলিয়ন) থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে।
২০২৫ সালে ডিজনির সাফল্যের মুকুটে এটি তৃতীয় পালক। ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া ২’-এর পর এটি ডিজনির তৃতীয় সিনেমা যা বিলিয়ন ডলার আয় করল। এর ফলে করোনা-পরবর্তী সময়ে ডিজনি প্রথমবারের মতো বার্ষিক ৬.৫৮ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল।
গল্পের দিক থেকে এবার জেক সালি ও নেইতিরি তাদের পরিবার নিয়ে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এবার তাদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী এক অগ্নি-শত্রুর বিরুদ্ধে। পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী কিস্তিগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে এই সিনেমার চূড়ান্ত ব্যবসায়িক সাফল্যের ওপর।
মানবকণ্ঠ/আরআই




Comments