ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, ফেসবুক লাইভ এবং পরবর্তীতে আত্মহত্যার চেষ্টার ঘটনায় গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী দেবলীনা নন্দী। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। জানিয়েছেন, চরম আবেগের বশবর্তী হয়ে তিনি আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।
ভিডিও বার্তায় দেবলীনা জানান, শ্বশুরবাড়ির নানা অপমান সহ্য করে তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন। তিনি বলেন, “আমি জানি আমি যে পথ বেছে নিয়েছিলাম তা ঠিক ছিল না। তবে যা ঘটেছে, সবটাই ভালোবাসার জায়গা থেকে হয়েছে।”
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তাকে বিবাহবিচ্ছেদের পরামর্শ দিলেও দেবলীনা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তার স্বামী প্রবাহকে ভালোবাসেন এবং সংসার ভাঙতে চান না। তার ভাষ্যমতে, “বাইরে থেকে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা সহজ মনে হলেও বাস্তবে তা কঠিন। প্রবাহকে ভালোবাসি বলেই সব সহ্য করেছি। ভালোবাসা না থাকলে সেখানে থাকা সম্ভব হতো না।”
প্রবাহকে অর্থ বা সম্পদের লোভে বিয়ে করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এই গায়িকা। তিনি দাবি করেন, তার বর্তমান গাড়িটি তিনি নিজের উপার্জিত অর্থে কিনেছিলেন, প্রবাহের সঙ্গে পরিচয়েরও আগে। দাম্পত্য কলহের কারণ হিসেবে তিনি শাশুড়ির অতিরিক্ত হস্তক্ষেপের কথা উল্লেখ করেন। দেবলীনা জানান, প্রবাহ তার মায়ের কথাকেই বেশি প্রাধান্য দেন, যা তাদের মধ্যে বারবার অশান্তি সৃষ্টি করত। তবুও তিনি সম্পর্ক বাঁচাতে বারবার শ্বশুরবাড়িতে ফেরার চেষ্টা করেছেন।
দেবলীনা বর্তমানে মানসিকভাবে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। তবে এই পুরো ঘটনা নিয়ে এখন পর্যন্ত তার স্বামী প্রবাহ বা শ্বশুরবাড়ির কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments