Image description

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যখন বি-টাউনের ‘টক অব দ্য টাউন’, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। তার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

দীর্ঘদিন অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের পর দিশা পাটানির জীবনে এখন নতুন বসন্ত। বর্তমানে তিনি সংগীত জগতের পরিচিত মুখ তালবিন্দর সিং সিধুর প্রেমে মজেছেন বলে গুঞ্জন রয়েছে। পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ ও সিন্থ-পপের মিশেল ঘটিয়ে ‘নাশা’, ‘ধুন্ধলা’ কিংবা ‘খয়াল’-এর মতো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন এই গায়ক।

সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের রসায়ন সবার নজর কাড়ে। সেখানে দিশার ঘনিষ্ঠ বন্ধু মৌনি রায়কেও দেখা যায় গায়ককে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করতে। এমন রঙিন আবহেই তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সব ওলটপালট করে দিয়েছে।

সোনি কৌর তার ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো নাম উল্লেখ না করেই লিখেছেন— “এটি শুধু এইচআইভি বা যৌনরোগের বিষয় নয়; মানুষ নিজের সাথে অভিশাপ ও দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।”

যদিও সোনি সরাসরি কারও নাম নেননি, তবে দিশা ও তালবিন্দরের বর্তমান ঘনিষ্ঠতার সময়ে এই পোস্ট আসায় নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। প্রশ্ন উঠেছে— তবে কি দিশার নতুন প্রেমিক সত্যিই কোনো মারণব্যাধিতে আক্রান্ত? সোনি কি তাকেই সতর্কবার্তা দিলেন?

এই চাঞ্চল্যকর বিতর্ক নিয়ে এখন পর্যন্ত দিশা পাটানি বা তালবিন্দর কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নূপুর শ্যাননের বিয়ের আসর থেকে ভাইরাল হওয়া ভিডিও এবং সোনির এই ‘গোপন বোমা’ নিয়ে বলিউড পাড়ায় এখন মুখরোচক আলোচনার শেষ নেই।