Image description

গ্রামীণ আবহে গায়েহলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়িতে নাচ-গানে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে কৌতূহল—পূজা কার বিয়েতে এত আনন্দ করছেন? ভিডিওতে পূজার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার সুপারস্টার আফরান নিশোকেও।

তবে ভক্তদের এই কৌতূহলের অবসান ঘটেছে। জানা গেছে, এটি বাস্তবের কোনো বিয়ের অনুষ্ঠান নয়, বরং নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর একটি শুটিংয়ের দৃশ্য। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন আফরান নিশো ও পূজা চেরি।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পাবনায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের প্রচুর ভিড় থাকায় সুযোগ বুঝে কেউ একজন দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এই সিনেমায় নিশো-পূজা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।

এর আগে ‘দম’ সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। চমৎকার লোকেশন এবং শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে শুরু থেকেই বাড়তি আগ্রহ ও উন্মাদনা কাজ করছে।