শরীরজুড়ে ময়লা, কণ্ঠে উল্টোপাল্টা হুমকি—মানসিক ভারসাম্যহীন এক নারীর এমন একটি ভিডিও ক্লিপ শনিবার (১৭ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ক্লিপের শেষ অংশে ফ্রেমে দেখা যায় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। ভিডিওটি নিজেই শেয়ার করায় দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।
ভিডিও সূত্রে ধারণা করা হয়, ‘পাগলপ্রায়’ চরিত্রে দেখা নারীটি জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। চরিত্রের প্রয়োজনে তার এই রূপ—এমনটাই অনুমান করছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে কেয়া পায়েল দাঁড়িয়ে আছেন। একপর্যায়ে কর্কশ কণ্ঠে তিনি বলেন, কেউ তাকে বল ছুড়ে মেরেছে এবং তিনি বিচার চান। ঠিক তখন মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে জোভান মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’
ভিডিও প্রকাশের পর কেয়া পায়েলের রিয়েলিস্টিক মেকআপ, গেটআপ ও অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক ও সমালোচকরা।
জানা গেছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নির্মাণাধীন নাটকটির নাম ও পরিচয় আপাতত গোপন রাখছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments