গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম, সোমবার (১৯ জানুয়ারি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।
বিভাগ ও শহরভিত্তিক ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, চট্টগ্রাম বিভাগে আট জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন এবং খুলনা বিভাগে চার জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের মোট হাসপাতালে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬৪৬ জন।
২০২৬ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৯। এর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দুই।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০২,৮৬১ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন ৪১৩ জন। ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।
মানবকণ্ঠ/আরআই




Comments