Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন। যদিও সব আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর একক প্রার্থী রয়েছে, তবে শেষ মুহূর্তে আসন সমঝোতার কারণে এই সংখ্যা আরও কমতে পারে বলে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে দুটি আসন ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, জোটগত সমঝোতার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সমঝোতা চূড়ান্ত হলে ওই আসনগুলো থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জ অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, জেলার ছয়টি আসনে শুরুতে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৫ জন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে আপিলের মাধ্যমে আরও ৬ জন বৈধতা পান। ফলে বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮ জন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ): ৬ জন প্রার্থী—বিএনপির সেলিম রেজা, জামায়াতের শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের (জিওবি) মল্লিকা খাতুন, এবি পার্টির শাব্বির হোসেন তামিম এবং নাগরিক ঐক্যের নাজমুস সাকিব।

সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ): ৬ জন প্রার্থী—বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতের জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. মুহিবুল্লাহ, বাসদের এস এম আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সিপিবির আনোয়ার হোসেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): ৫ জন প্রার্থী—বিএনপির আয়নুল হক, জামায়াতের মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): ৫ জন প্রার্থী—বিএনপির এম আকবর আলী, জামায়াতের রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান এবং সিপিবির আব্দুল হাকিম।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী): ৬ জন প্রার্থী—বিএনপির আমিরুল ইসলাম খান আলীম, জামায়াতের আলী আলম, জাতীয় পার্টির আকবর হোসেন, ইসলামী আন্দোলনের নুরুন নবী, গণ অধিকার পরিষদের ইউসুফ আলী এবং সিপিবির মতিয়ার রহমান।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ১০ জন প্রার্থী—বিএনপির এম এ মুহিত, জামায়াতের মিজানুর রহমান, এনসিপির এস এম সাঈফ মোস্তাফিজ, জাতীয় পার্টির মোক্তার হোসেন, ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন, আমজনতার দলের আসাদুল হক, এবি পার্টির আবু জাফর মো. আনোয়ারুস সাদাত, জেএসডির ইলোনা খাতুন, বাসদের আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হলে শেষ পর্যন্ত সিরাজগঞ্জের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও কমে আসবে।

মানবকণ্ঠ/ডিআর