Image description

উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই মঞ্চেই বছরজুড়ে ধারাবাহিক ও কার্যকর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি।

২০২৫ সালে বাংলাদেশসহ ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। বছরজুড়ে তিনি শিকার করেছেন ৫৯ উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। ন্যূনতম ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তার গড় (১৮.০৩) ছিল সেরা, আর স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডারই ছিলেন এগিয়ে। রান আটকে রাখা ও নিয়মিত উইকেট নেওয়ার দক্ষতাই তাকে উইজডেন একাদশে জায়গা করে দিয়েছে।

উইজডেনের ২০২৫ টি-টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা (ভারত): ১,৬০২ রান, স্ট্রাইক রেট ২০২; সঙ্গে ১০ উইকেট
ফিল সল্ট (ইংল্যান্ড, উইকেটকিপার): ১,৫৭৫ রান, স্ট্রাইক রেট ১৫৩
দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা): ১,২০০ রান, স্ট্রাইক রেট ১৮১
স্যাম কারেন (ইংল্যান্ড): ১,৫২১ রান ও ৫১ উইকেট
ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা): ৮০৯ রান, স্ট্রাইক রেট ১৮৭
টিম ডেভিড (অস্ট্রেলিয়া): ১,২৩১ রান, স্ট্রাইক রেট ১৭৩
সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ): ৩৬ উইকেট, ইকোনমি ৬.৬৬
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ): ৯৭ উইকেট
জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড): ৫৮ উইকেট
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৫৯ উইকেট, ইকোনমি ৬.৭৮
বরুণ চক্রবর্তী (ভারত): ৫৫ উইকেট, ইকোনমি ৭.৬২

মানবকণ্ঠ/আরআই