Image description

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার বিচারালয়, প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্যান্সারে পরিণত করেছে। এর ফলে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে এবং সমাজে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘দেশের ৩৫টি রাজনৈতিক দল একত্রিত হয়ে ৭২টি সভা করেছে এবং ৮৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্য জাতির সামনে একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এখন জনগণের কাছে প্রশ্ন—আপনারা কি এই ঐকমত্যের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন? আপনারা কি একটি বৈষম্যহীন রাষ্ট্র এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠা দেখতে চান?"

তিনি আরও বলেন, নাগরিকদের বিদ্যমান সকল সমস্যার স্থায়ী সমাধানের মূল ভিত্তি হলো সংবিধান সংস্কার। এই সংস্কার প্রক্রিয়াকে সফল করতে গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। তাই আগামী গণভোটে অংশ নিয়ে সবাইকে ‘টিক’ চিহ্নে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

পথসভা শেষে উপদেষ্টা নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোট বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবের যোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন গণভোট সফল করতে প্রশাসনের প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মানবকণ্ঠ/ডিআর