Image description

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন তামাক চাষের ভয়াবহতা তুলে ধরে বলেছেন, “ব্রিটিশরা এক সময় জমিদারি প্রথার মাধ্যমে আমাদের নীল চাষ করতে বাধ্য করেছিল। আজ আবারও সেই ব্রিটিশ ও আমেরিকানরা এ দেশে তামাক চাষ করাচ্ছে। এর প্রভাবে সবজির উৎপাদন কমে দাম বেড়ে যাচ্ছে।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তামাক চাষ বন্ধে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “আপনারা কি অতীতের সেই নীল চাষের ইতিহাস ভুলে গেছেন? সবজির বাজার স্থিতিশীল রাখতে এবং মাটির উর্বরতা রক্ষায় তামাক চাষ বর্জন করে খাদ্যশস্য উৎপাদনে মনোযোগ দিতে হবে।”

আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভবিষ্যতে গণভোটসহ সকল নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হবে। আমার কলম বিক্রির জন্য নয়; আমি জনগণের ট্যাক্সের টাকায় চলি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা ভোটকেন্দ্র রক্ষা করব।” 

একই সঙ্গে তিনি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এই উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।

মানবকণ্ঠ/ডিআর