Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তার দায় প্রধান উপদেষ্টার ওপরও পড়বে। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “ইসি প্রশাসন এবং মাঠ প্রশাসন যে নিরপেক্ষ আচরণ করা দরকার, তা তারা করছে না। ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে।”

তিনি আরও বলেন, “সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করে ইসির এমন রায় প্রদান করেছে। আমরা চাই না, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক। এই বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব।”

মানবকণ্ঠ/আরআই