Image description

‘জিগরা’র বাণিজ্যিক ব্যর্থতার পর প্রযোজক আলিয়া ভাট নতুন প্রজেক্ট ঘোষণা করলেন। তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর ব্যানারে আসছে রোমান্টিক কমেডি ছবি ‘ডোন্ট বি শাই’, যা সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করে আলিয়া ছবির নাম প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় আলিয়ার সঙ্গে তার বোন ও প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শাহিন ভাটও। ভিডিওতে আলিয়া এবং শাহিন হাস্যরসের সঙ্গে চিত্রনাট্যের খোঁজে হিমশিম খাচ্ছেন, যেখানে রোম্যান্স, হার্টব্রেক, গান এবং একটি কচ্ছপও আছে!

ছবির কাহিনী ২০ বছর বয়সী শ্যামিলি ‘শাই’ দাসকে কেন্দ্র করে, যার সাজানো জীবন অপ্রত্যাশিত মোড়ে ভেঙে পড়ে। গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন শ্রীতি মুখার্জি।

উল্লেখ্য, আলিয়া প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছিলেন নেটফ্লিক্সের ‘ডার্লিংস’ দিয়ে এবং প্রাইম ভিডিওর জন্য প্রযোজনা করেছেন প্রশংসিত সিরিজ ‘পোচার’, যদিও ‘জিগরা’ বাণিজ্যিকভাবে হতাশাজনক ছিল।

মানবকণ্ঠ/আরআই