ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেয়ার অভিযোগে কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসীকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে শ্রীলঙ্কা। খবর বিবিসি
২০১৬ সালের একটি মন্তব্যের জন্য গালাগোদাত্তে জ্ঞানসারাকে বৃহস্পতিবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে সাজার পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাসের জেলে থাকতে হবে।
২০১৯ সালেও তাকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ নিয়ে তিনি তৃতীয়বারের মত দণ্ডিত হলেন। শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেয়ার নজির কম।
২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম নিয়ে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে জ্ঞানসারাকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রায় দেওয়ার সময় আদালত বলেছে, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন।
তবে আদালতের রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।
মানবকণ্ঠ/আরআই
Comments