
সহিংসতায় বিধ্বস্ত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের কয়েক দিন পর এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে সহিংসতা চলা মণিপুর রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নেতৃত্ব নিয়ে মতবিরোধের জেরে গত রোববার মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন এন বীরেন সিং। এরপর এই রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়। রাজ্যের বিরোধীদল কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের কয়েক দিন পর বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।
১৯৫১ সালের পর থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যে ১১তম বারের মতো রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কার্যালয় থেকে রাষ্ট্রপতির শাসনের আদেশ জারি করে বলা হয়েছে, মণিপুরের গভর্নর অজয় ভাল্লার কাছ থেকে একটি প্রতিবেদন প্রাপ্তি ও অন্যান্য তথ্য বিবেচনা করার পর আমি মনে করছি, সেখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের সরকার পরিচালিত হতে পারে না।
রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিধানসভার অধিবেশন আহ্বান করা যায়নি।
Comments