
দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন বাবর।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের; গড়ে প্রায় ৪০ রান করে মোট রান করেছেন ৪২২৩, যার মধ্যে ৩৬টি ফিফটির সঙ্গে ৩টি সেঞ্চুরিও রয়েছে। তবে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা এবং 'দলের জন্য নয়, নিজের জন্য খেলেন'—এমন প্রশ্নের মুখে একপর্যায়ে দল থেকে বাদ পড়েন বাবর।
গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে তিনি এই সংস্করণের দলে সুযোগ পাননি। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর বাবরের দলে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
বাবরের পাশাপাশি পেসার নাসিম শাহও পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরেছেন, যিনি গত মাসে এশিয়া কাপের দলে ছিলেন না। অধিনায়কত্ব নিয়ে সমালোচনা সত্ত্বেও আসন্ন দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানের নেতৃত্বে সালমান আলী আগাই থাকছেন।
দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সর্বশেষ সিপিএলে ২০ উইকেট নিয়েছিলেন। মূল দল থেকে বাদ পড়া ফখর জামান ও হারিস রউফকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসেবে। অন্যদিকে, এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর। তিনটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই দুটি মাঠেই ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি এই সফরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডেও খেলবে।
তিন ম্যাচের সেই সিরিজ এবং এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়কত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান ওয়ানডে দলে আছেন।
এছাড়াও ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ ওয়ানডে দলে ফিরেছেন। ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয় সিরিজের আগে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Comments