জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা
নীলফামারীর জলঢাকায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ও শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার জন্য আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনির্বাণ বিদ্যাতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বপ্ন প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) সাজ্জাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, আনোয়ারুল কবীর, নজরুল ইসলাম, নিলুফা আক্তার, অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী।
আনন্দলোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী ধীরাজ রায়, এডুকেশন সুপারভাইজার পরেশ চন্দ্র সিনহা, ময়েন উদ্দিন, রিম্পা রানী রায়, প্রভাষক বজলুর রশীদ, ইএসও রাজকুমার রায়, প্রধান শিক্ষক আজিজা সুলতানা সহ অভিভাবক, ইউপি সদস্য সংশ্লিষ্ট ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দলোক ট্রাস্ট উপজেলার গোলনা, ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়নে ১০ টি অনুগন্নত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিয়ে থাকে। এছাড়াও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। আলোচনা সভায় সরকারের পাশাপাশি আনন্দলোক ট্রাস্ট শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন আরও কিভাবে বাড়াবে এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করার জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।
Comments