Image description

বিশ্বের অন্যতম ‘সর্বশ্রেষ্ঠ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের বিমান হামলার মুখে ইসরায়েলকে অসহায় দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার জোট গভীরভাবে হতাশ হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

গিডিয়ন লেভি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই সপ্তাহ মানে 'চিরকাল'। তার মতে, যদি ট্রাম্প সত্যিই অপেক্ষা করেন এবং এটি যদি 'কৌশলগত বিভ্রান্তি' না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমে আসছে।

লেভির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি উল্লেখ করেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে এবং গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যাগুলো থেকেই যাবে।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বাস্তবতায় রাজনৈতিকভাবে নেতানিয়াহুর টিকে থাকার অন্যতম কৌশল হলো যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার এই সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।