Image description

ভেনেজুয়েলায় ‘গণতান্ত্রিক অধিকার’ ফেরানোর প্রচেষ্টার জন্য কয়েকদিন আগেই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এর দুইদিন পর নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে নিকোলাস মাদুরোর সরকার।

গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার অসলোতে দূতাবাস বন্ধের ঘোষণা দেয় মাদুরো প্রশাসন। বিবৃতিতে মাচাদোর শান্তিতে নোবেল জয়ের প্রসঙ্গ নেই। তবে বলা হয়েছে, বৈদেশিক সেবা পুনর্গঠনের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দূতাবাস বন্ধের কথা নিশ্চিত করেছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও ভেনেজুয়েলার সঙ্গে নরওয়ে সংলাপ চালিয়ে যেতে চায়। নোবেল পুরস্কারের ঘোষণা দেয় নরওয়েজিয়ান কমিটি। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের ওপর নির্ভরশীল নয়।

২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আছেন মাদুরো। গত বছর নির্বাচনের আগে মাচাদো বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। কিন্তু মাদুরোর প্রশাসন তাঁর প্রার্থিতা আটকে দেয়। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছেন মাচাদো। মাদুরো সরকারের রোষানলে পড়ায় বর্তমানে আত্মগোপনে আছেন।