Image description

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিতু চাকমা (জানু) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় সিলেট মৌলভীবাজার থেকে ঘুরতে আসা আরও দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে।

নিহত নিতু চাকমা (জানু) বাঘাইছড়ি গ্রামের মৃত বিরুভদ্র চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক নিতু চাকমা গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা আবু বক্কর সিদ্দিক ও সাব্বির আহম্মেদ নামে দুই পর্যটকও আহত হন।

সংবাদ পেয়ে ২০ ইসিবির সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ চক্রবর্তী নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির মৃত্যু ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।