
ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এরশাদ মিয়া ওরফে কচু (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দাতারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। যা দেখে ফেলেন বাজারের পাহারাদার ইসমাইল। ওই বাজারে বেশ কয়েক মাস ধরে অবস্থান করে আসছে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী।
সরেজমিন দেখা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ অক্টোবর) ওই বাজারে সালিসের আয়োজন করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও অভিযুক্ত যুবক না আসার কারণে সালিস পণ্ড হয়ে যায়। অপরদিকে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী বাজারেই এদিক সেদিক ঘোরাফেরা করছেন। আর বলছেন, ‘হে তো আমারে বিয়া করব কইছে। অহন কই গেল, হেরে কি দেখছুইন?’
এর আগে ঘটনার একদিন পর গত শনিবার বাজারেই ওই যুবককে চিহ্নিত করে সালিসের আয়োজন করা হয়। কিন্তু সেদিনও সালিসে উপস্থিত না থাকায় ফের মঙ্গলবার সালিসের নতুন দিন ধার্য ছিল। কিন্তু আজও আসেনি অভিযুক্ত যুবক ও তার পরিবার।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সালিসের আয়োজক স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস।
জানতে চাইলে স্থানীয় দাতারাটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেম্বার মো. আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্ত ওই যুবক হচ্ছে এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. এরশাদ মিয়া ওরফে কচু (৩২)। তিনি বলেন, ওই অভিযুক্তসহ তার বাবা পরদিন আমার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান। কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বলে সালিসে থাকার নির্দেশ দিই।
বাজারের পাহারাদার মো. ইসমাইল জানান, তিনি ও দুলাল নামে আরেকজন মিলে বাজার পাহারা দেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে টর্চলাইটের আলো দিয়ে দেখতে পান একটি ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দায় স্থানীয় যুবক এরশাদ ওই মেয়েটির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে।
আটকের চেষ্টা করার সময় দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।
Comments