Image description

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে আফগানিস্তান। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করেছে। জিততে বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান।

ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়েছিল আফগানদের। উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান তোলেন ৯৯ রান। এই রানে গুরবাজ ফিরেন ৫টি চার ও ১ ছক্কায় ৪২ রান করে।

সেখান থেকে ইব্রাহিম ও সেদিকুল্লাহ অটল গড়েন ৭৪ রানের জুটি। ১৭৩ রানের মাথায় অটল ফিরেন ৩ চারে ২৯ রান করে। এরপর অবশ্য দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় আফগানরা, নিয়মিত বিরতিতে। ১ উইকেটে ১৭৩ থেকে তাদের রান হয়ে যায় ৫ উইকেটে ১৮৮। অবশ্য একপ্রান্তে উইকেট পড়লেও অপর প্রান্ত আগলে খেলেন ইব্রাহিম। তিনি ১১১ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। 

এরপর আজমত উল্লাহ ওমরজাইর ২০ ও মোহাম্মদ নবীর ৩৭ বলে ৪টি চার ও ৫ ছক্কায় খেলা ৬২ রানের ঝড়ো ইনিংসে ভর করে আফগানিস্তান ২৯৩ রানের বড় সংগ্রহ পায়।

বল হাতে বাংলাদেশের সাইফ হাসান ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। তানভীর ইসলাম ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আর ৬ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট নেন হাসান মাহমুদ।