
মাত্র চার মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গম্বোজাভ জান্দানশাতার। শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির ১২৬ আসনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গিয়ে তিনি পদত্যাগ করেন।
সংসদীয় বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, মোট ১১১ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ৭১ জন জান্দানশাতারকে বরখাস্তের পক্ষে এবং ৪০ জন বিপক্ষে ভোট দিয়েছেন।
গত ১০ অক্টোবর আইনসভার ৫০ জনেরও বেশি সদস্য 'সাংবিধানিক লঙ্ঘন এবং শাসনব্যবস্থা সম্পর্কে উদ্বেগ'র কথা উল্লেখ করে জান্দানশাতারকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব পেশ করেন।
প্রতিবেদন অনুসারে, জান্দানশাতারের সাম্প্রতিক নিযুক্ত বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়োগ নিয়ে বিতর্ক উঠেছিল। সংসদ সদস্যরা বলেছেন, মঙ্গোলিয়ান সংবিধানের অধীনে সংসদের সঙ্গে পরামর্শ ছাড়াই একতরফাভাবে নিয়োগ করা হয়েছে।
সংসদ সদস্যরা সেই সময় এক বিবৃতিতে বলেছিলেন, '(এই নিয়োগ) মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের ক্ষমতা হরণ করেছে, সংবিধানের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং আইনের শাসনের নীতি লঙ্ঘন করেছে।'
জান্দানশাতারকে নিয়ে দ্বিতীয় সমালোচনা ছিল, চলমান তদন্ত সম্পর্কে প্রকাশ্য বিবৃতি। এটি বিচার বিভাগীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করা হয়।
মাত্র চার মাস আগে মঙ্গোলিয়ান আইনপ্রণেতারা ৫৫ বছর বয়সী অর্থনীতিবিদ জান্দানশাতারকে বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন।
জান্দানশাতার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়ুন-এরদেনও জনরোষের মুখে বরখাস্ত হন। ছেলের অযৌক্তিক ব্যয়ের খবর ছড়িয়ে পড়লে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর তাকে বরখাস্ত করা হয়েছিল।
Comments