Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে লাবলু সিদ্দিকীর পক্ষে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন তার ভাই শাহাদাত হোসেন নাসরু সিদ্দিকী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন লড়ে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য আশার আলো।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু বলেন, আজ আমাদের একটাই প্রার্থনা— আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন বলেন, দেশের প্রতিটি বিএনপি নেতা-কর্মী আজ খালেদা জিয়ার পাশে আছে। নেত্রীর আরোগ্যের জন্য আমরা সারাদেশে দোয়া করছি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের সাত্তার উকিল, উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, উপজেলা যুবদলের লিজন চৌধুরী, ওসমান বেপারী, মিজান শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, মোঃ সুমন ফকির, জেলা ওলামা দলের সদস্য শাহাআলম চৌকিদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।