Image description

খুলনা জেলা কারাগারের ভেতরে আটক শীর্ষ সন্ত্রাসীদের দুই পক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। 

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

খুলনা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, কারাগারে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও গ্রেনেড বাবুর অনেক সদস্য আটক আছে। তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।