Image description

নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সুসং সরকারি কলেজ মিলনায়তনে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা জামায়াত শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মাঠপর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কর্মশালা হয়। এতে উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী নেত্রকোনা-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।     

কর্মশালা নিয়ে জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, যারা আওয়ামী লীগ করে তারা কি সবাই খারাপ? আওয়ামী লীগ করতে গিয়ে যারা কোনো মূল্যায়ন পায়নি, যারা আওয়ামী লীগের ত্যাগী নেতা, যারা আওয়ামী লীগের আমলে কোনো অপর্কমের সঙ্গে জড়িত নয়, তারা যদি আমাদের ডাকে আসে, তাহলে তাদের নিয়ে তো প্রশিক্ষণ বা নির্বাচনি সভা করতেই পারি। 

এ বিষয়ে কলেজ প্রিন্সিপালের মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় জেনেই ‘ব্যস্ত আছি, এ নিয়ে পরে কথা বলবো’ বলে ফোন রেখে দেন। পরে একাধিকবার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক দলের কোনো প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে তা আমার জানা নাই। এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের বিষয়। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তা অবশ্যই উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করবে।