
ভারতের ২১ বছর বয়সী এক তরুণের মর্মস্পর্শী সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে অসংখ্য মানুষের চোখ ভিজেছে। স্টেজ-৪ কোলন ক্যানসারে আক্রান্ত এই তরুণ জানিয়েছেন যে, দীর্ঘ কয়েক মাসের কেমোথেরাপি ও চিকিৎসার পর চিকিৎসকরা তাকে বলেছেন—"আর কোনো চিকিৎসা সম্ভব নয়। বেঁচে থাকার সময় খুবই সীমিত।" খবর এনডিটিভির।
আসন্ন দীপাবলিকে সামনে রেখে ওই তরুণ লিখেছেন, "রাস্তার পাশে আলো জ্বলছে, জানি এবারই শেষবার দেখছি। আলো, হাসি, শব্দ—সবকিছুর মধ্যেই আমি বিদায় নিচ্ছি নিঃশব্দে। আগামী বছর কেউ একজন আমার জায়গায় প্রদীপ জ্বালাবে, আমি তখন শুধু স্মৃতি হয়ে থাকব।"
ওই তরুণ নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলোর কথাও জানিয়েছেন সেই পোস্টে। তিনি লিখেছেন, "দেশভ্রমণ, নিজের ব্যবসা শুরু করা, একটি কুকুর দত্তক নেওয়া—সবই এখন দূরের স্বপ্ন।"
নিজের আবেগ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, "সময় ফুরিয়ে আসছে, আর ভাবনাগুলো হারিয়ে যাচ্ছে। বাড়িতে আছি, বাবা-মায়ের মুখে শুধু দুঃখ দেখি। জানি না কেন লিখছি—হয়তো নিঃশব্দে হারিয়ে যাওয়ার আগে নিজের ছাপ রেখে যেতে চেয়েছি।"
রেডিটে দেওয়া ‘If Miracles Happen...’ শিরোনামের এই পোস্টটি হাজারো মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। নেটিজেনরা তাকে সাহস, ভালোবাসা ও প্রার্থনা জানিয়েছেন। কেউ লিখেছেন, "অলৌকিক কিছু হোক, তুমি আবার আলো দেখো।" আরেকজন মন্তব্য করেছেন, "তুমি যেভাবে লড়ছ, তাতেই প্রমাণ হয় কতটা শক্ত তুমি। আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি।"
এই তরুণের পোস্ট অনলাইনে ছড়িয়ে পড়েছে এক গভীর বার্তা নিয়ে—জীবন কতটা ক্ষণস্থায়ী, অথচ প্রতিটি মুহূর্ত কত মূল্যবান।
Comments