Image description

জার্মান পরিসংখ্যান অফিসের প্রাথমিক তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম আট মাসে জার্মানির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। বুধবার (২২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জার্মান পণ্য রপ্তানিতে উচ্চ শুল্কের প্রভাবে চীন এই অবস্থান দখল করেছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের সঙ্গে জার্মানির মোট আমদানি ও রপ্তানির পরিমাণ ১৬৩.৪ বিলিয়ন ইউরো (১৯০.৭ বিলিয়ন ডলার)। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্যের পরিমাণ ছিল ১৬২.৮ বিলিয়ন ইউরো।

উল্লেখ্য, চীনের আট বছরের ধারাবাহিকতার অবসান ঘটিয়ে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র জার্মানির শীর্ষ বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠে। জার্মানি চীনের ওপর নির্ভরতা কমাতে চাওয়ার পর এই পরিবর্তন এসেছিল। তবে এই বছর ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসা এবং নতুন করে শুল্ক আরোপের ফলে বাণিজ্যের গতিশীলতা আবারও পরিবর্তিত হয়েছে।

শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি কমেছে – ২০২৪ সালের তুলনায় বছরের প্রথম আট মাসে ৭.৪% কমে ৯৯.৬ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৫% কমেছে।

বিজিএ বৈদেশিক বাণিজ্য সমিতির প্রেসিডেন্ট ডার্ক জান্ডুরা রয়টার্সকে বলেন, "কোনো সন্দেহ নেই যে, মার্কিন শুল্ক ও বাণিজ্য নীতি বিক্রয় হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ।"