ইতিহাসের দীর্ঘতম শাটডাউন এড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এটি সিনেটে পাস হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটতে চলেছে। সোমবার রাতে সিনেটে ৬০-৪০ ভোটে একটি বিল পাস হয়েছে। এর আওতায় ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা হবে। এ ছাড়া স্থবিরতার কারণে বেতন না পাওয়া ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।
বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিলটি পাস করে ট্রাম্পের কাছে পাঠাতে চান।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হওয়া আলোচনার পর সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর বিলের পক্ষে ভোট দেন। এই বিলটি মঙ্গলবারে ৪২ দিনে পা দেওয়া দীর্ঘস্থায়ী শাটডাউন অবসানে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির আওতায় কৃষি বিভাগ, খাদ্য ও ওষুধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প, ভেটেরান্স অ্যাফেয়ার্স এবং কংগ্রেসের কার্যক্রমের জন্য তিন বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের ইস্যুটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। রিপাবলিকান সিনেটররা এ বিষয়ে ডিসেম্বর মাসে আলাদা একটি ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, সরকারি স্থবিরতার কারণে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে রয়েছেন। পাশাপাশি, খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে, বিমান চলাচলেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত সপ্তাহে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের অনুপস্থিতির কারণে ১০ শতাংশ ফ্লাইট কমানো হয়েছে। এর ফলে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।




Comments