Image description

ভারতে আরও একটি বিধানসভা নির্বাচনে বড় জয়ের দ্বারপ্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির নির্বাচন কমিশন শুক্রবার (১৪ নভেম্বর) বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। 

ভারতের নির্বাচন কমিশনের সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ২০০টির বেশি আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। জোটের শরিক দল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড) এবারের নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে। ইতোমধ্যেই ৮২টি আসনে তাঁদের জয় নিশ্চিত হয়েছে, এগিয়ে আছে আরও ৩টিতে। 

নরেন্দ্র মোদি’র বিজেপি জয় নিশ্চিত করেছে ৮৮টি আসনে, আরও একটি আসনে তাঁদের প্রার্থী এগিয়ে আছেন।

উলটোদিকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের সমন্বয়ে গড়া বিরোধী মহাজোটের ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে। সর্বসাকুল্যে ৩০টির মতো আসন পেতে যাচ্ছে তাঁরা।