ভারতের বেশ কয়েকটি মশলা, চা, আম এবং আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য খাদ্যপণ্য, কাজু ও বিভিন্ন বাদামের ওপর থেকে শুল্প প্রত্যাহার করেছেন ট্রাম্প। গতকাল এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রের বরাতে জানা গেছে-গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ এবং আদা অব্যাহতি পেয়েছে শুল্ক থেকে। এছাড়া আসাম চা, দার্জিলিঙ চা-সহ ভারতের সব ধরনের চা ও আছে এ তালিকায়। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি। এছাড়া রত্ন, অলঙ্কার, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বলবৎ আছে।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারতের ওপর সে সময় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের অভিযোগে গত ৫ আগস্টে দেশটির ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছায় ৫০ শতাংশে।
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।
এই অবস্থায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে গত ১৪ নভেম্বর ২০০টি খাদ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২০০ খাদ্যপণ্যকে শুল্ক থেকে অভ্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যেই পড়েছে ভারতীয় এই খাদ্যপণ্যগুলো।




Comments