Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কেবল শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি চলমান আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামিয়ে দিয়েছেন। তার মতে, বিদেশি রাষ্ট্রগুলোর ওপর শুল্ক আরোপ ও বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘আমি সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে পাঁচটি যুদ্ধ থামিয়েছি। যদি তারা (যুদ্ধরত পক্ষ) লড়াই চালিয়ে যেতে চায়, তবে তাদের শুল্কের হুমকির মুখে পড়তে হবে।’

এর আগে চলতি বছরের মে মাসেও ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর বিষয়ে একই ধরনের দাবি করেছিলেন ট্রাম্প। তবে ভারত কখনোই সীমান্তে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের কোনো ভূমিকা থাকার বিষয়টি স্বীকার করেনি।

পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প বলেছেন, এখন প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই। আমার অধীনে মার্কিন অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ও ধনী অবস্থায় রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মূল কারণ হলো নভেম্বর ৫, ২০২৪-এর নির্বাচন ও শুল্ক নীতি।