মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কম্পনটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতেও দেশটিতে আরেকটি মৃদু ভূমিকম্প হয়। স্থানীয় সময় রাত ১২টা ৪৩ মিনিটে মিয়ানমারের কায়িন অঙ্গরাজ্যের পাপুন শহরের অদূরে ২ দশমিক ২ মাত্রার ওই কম্পন রেকর্ড করা হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, রাতের ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাপুন থেকে ২৪ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১ কিলোমিটার। তবে মাত্রা অত্যন্ত কম হওয়ায় স্থানীয় বাসিন্দারা এটি সেভাবে অনুভব করেননি এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।




Comments