দিনাজপুর-২ আসনে পিনাকের বিরুদ্ধে মশাল মিছিল, প্রার্থী বদলের দাবি জোরালো!
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রার্থী পরিবর্তনের এক দফা দাবিতে এবার প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে মশাল মিছিল।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের ছেতেরা বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী মশাল হাতে বিশাল মিছিল বের করেন। এর আগেও মানববন্ধন, বিক্ষোভ, মৌন মিছিল, কাফনের কাপড় পরে প্রতিবাদ, নারীদের বিক্ষোভ ও প্রতীকী ফাঁসির মঞ্চসহ নানা কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধরা।
বিক্ষোভকারীরা মূলত মনোনয়নবঞ্চিত তিন ত্যাগী নেতা – জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলমের অনুসারী। তাদের স্পষ্ট বক্তব্য, এই তিন নেতার যে কাউকে মনোনয়ন দিলে কোনো আপত্তি নেই। কিন্তু যার বিরুদ্ধে জেল-জুলুমের ইতিহাস নেই, রাজপথে সংগ্রামের রেকর্ড নেই, তাকে মানা হবে না।
পিনাক চৌধুরীর বিরুদ্ধে বিক্ষুব্ধদের অভিযোগ: ৫ আগস্টের আগে-পরে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে আতাত। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী সতিশ চন্দ্র রায়ের কাছে গিয়ে দোয়া নেওয়া। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামে অনুপস্থিতি।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “জেল-জুলুম নাই যে নেতার, দরকার নাই সেই নেতার।” তারা ঘোষণা দিয়েছেন, সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে প্রত্যাহার না করলে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
একটি আসন, একটি প্রার্থী নিয়ে বিএনপির অভ্যন্তরীণ এই সংকট এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




Comments