Image description

অবশেষে থামতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা শান্তি চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ জানান, চুক্তির মূল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বোঝাপড়া হয়ে গেছে। এখন শুধু শীর্ষ নেতাদের বৈঠকের অপেক্ষা।

মস্কোও জানিয়েছে, তারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়া পেয়েছে এবং আলোচনায় বসতে রাজি। এরই অংশ হিসেবে আবুধাবিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক হতে যাচ্ছে।

প্রাথমিক খসড়া নিয়ে বিতর্ক থাকলেও ইউরোপীয় মিত্রদের চাপে এতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত পরিকল্পনায় ইউক্রেনের ভূখণ্ড হাতছাড়া হওয়ার স্বীকৃতি নেই এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। জেলেনস্কি এই কাঠামোকে ‘সঠিক’ বলে অভিহিত করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ছোটখাটো কিছু বিষয় ছাড়া ইউক্রেন শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।