রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে মা শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপিকে দেশের আদালতে দণ্ডিত করার এই ঘটনাটি যুক্তরাজ্যের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত হয় যে, ক্ষমতার অপব্যবহার করে তিনি তার মা শেখ রেহানার নামে পূর্বাচলে ১০ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন।
টিউলিপ সিদ্দিকের কারাদণ্ডের খবরটি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রায় সব গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
দ্য গার্ডিয়ান: প্রভাবশালী এই পত্রিকাটি দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। শিরোনামে তারা লিখেছে, ‘বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।’ অন্য প্রতিবেদনে তারা এই বিচারের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে।
দ্য সান: ট্যাবলয়েড পত্রিকাটি তাদের শিরোনামে লিখেছে, ‘খালার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতে কারাদণ্ড দেওয়া হলো।’
স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট: এসব সংবাদমাধ্যম তাদের শিরোনামে ‘দুর্নীতির দায়ে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’—এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।
ডেইলি স্টার: সংবাদমাধ্যমটি ঘটনাটিকে ‘বড় দুর্নীতি কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করে শিরোনাম করেছে।
এছাড়া মেট্রো, আইটিভি, এলবিসি এবং মাই লন্ডনও গুরুত্বের সঙ্গে টিউলিপের সাজা এবং তার অনুপস্থিতিতে বিচারের বিষয়টি তুলে ধরেছে।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি। এর আগে চলতি বছরের শুরুর দিকে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে সমালোচনার মুখে তিনি যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এবার বাংলাদেশে দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর তাকে নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটিশ মিডিয়া পাড়া।




Comments