Image description

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

সোমবার নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক পোস্টে নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা প্রার্থনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা।’

পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি লিখেন, ‘সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।’