Image description

আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর বরাতে স্থানীয় সময় বুধবার ভোরে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আফগানিস্তানে ভূমিকম্পের তথ্য জনায় এনসিএস। 

জানা গেছে, কাবুলের উত্তর-পূর্বে ১৫০ কিলোমিটার গভীরে এই কম্পন রেকর্ড করা হয়।
 
এর আগে, মঙ্গলবার দুপুর ১টা ১৭ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একইদিন দুপুর ২টা ৩৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা মূলত আফটারশকের আশঙ্কাই বাড়িয়ে দিয়েছে।
 
রেড ক্রসের মতে, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে, যা উচ্চ ভূমিকম্পের জন্য পরিচিত।