Image description

ফেসবুকে জঙ্গিগোষ্ঠীর সমর্থনে পোস্ট ও ভিডিও শেয়ার করার অপরাধে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ দিদারুল আলম (২৯)। তিনি পেশায় একজন রেস্তোরাঁকর্মী।

শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে সাজার মেয়াদ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল-এর বরাতে জানা যায়, দিদারুল ‘আল মুবিন ইসলাম’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। পুলিশি তদন্তে প্রমাণিত হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে তিনি নিয়মিত জঙ্গিগোষ্ঠীর ভিডিও ও লেখা পোস্ট করতেন এবং তাদের মতাদর্শ প্রচার করতেন।

দিদারুলের বিরুদ্ধে আনা অভিযোগের সর্বোচ্চ শাস্তি ৪০ বছরের কারাদণ্ড। শুনানিকালে ডেপুটি পাবলিক প্রসিকিউটর আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। তিনি বলেন, দিদারুলের কর্মকাণ্ড মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিদেশিরা যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধে না জড়ায়, সেজন্য কঠোর বার্তা দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনে দিদারুল আদালতকে জানান, তার অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই। বাংলাদেশে থাকা বাবা-মা ও পরিবারের ভরণপোষণ তার আয়ের ওপর নির্ভরশীল। দোষ স্বীকার করে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।