Image description

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল ইসলাম মামুন নামে এক ছাত্রদল নেতার পৈতৃক বাগানের প্রায় ৬০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম মামুন দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার বাবার ২০ বছর আগে কেনা সম্পত্তিতে গড়ে তোলা বাগানটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। হামলাকারীরা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক এবং দলের অনুপ্রবেশকারী (হাইব্রিড) নেতাকর্মী।’

ক্ষতিগ্রস্ত ওই নেতা জানান, দুর্বৃত্তরা তার বাগানের ২০০টি আমগাছ, ৩০০টি কলাগাছ, ৫০টি সুপারি গাছ ও ৫০টি পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কুজিপুকুর গ্রামের আকতার ফকিরের ছেলে জুলুপ, আক্কেল আলীর ছেলে নজরুল ইসলাম, শরিফুল ইসলামের ছেলে সোহেল, আকতার ফকিরের স্ত্রী জরিনা ও ছেলে শাহাদত, মোস্তফা, শাহাবুল, আনারুলের ছেলে ফিরোজ, বসের ফকিরের ছেলে শরিফুল এবং আক্কেলসহ প্রায় ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাগানে হামলা চালায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম মামুন।