Image description

দুর্নীতি দমনে ব্যর্থতা ও দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। কয়েক দিনের তুমুল প্রতিবাদের জেরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ আনুষ্ঠানিকভাবে সরকার ভেঙে দেওয়ার কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানী সোফিয়া থেকে শুরু করে কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর—সর্বত্রই হাজারো মানুষ দুর্নীতিবিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন। শুরুতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই আন্দোলন শুরু হলেও দ্রুতই তা সরকারপতনের আন্দোলনে রূপ নেয়। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দরিদ্র এই দেশটিতে গত কয়েক দিন ধরেই বড় পরিসরে বিক্ষোভ চলছিল।

ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী ঝেলিয়াজকভ সাংবাদিকদের বলেন, ‘সরকার আজ পদত্যাগ করছে।’ এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই তীব্র জনরোষের মুখে সরে দাঁড়াতে বাধ্য হলো তার রক্ষণশীল সরকার।

মূলত বিক্ষোভের আগুনে ঘি ঢালে গত সপ্তাহে প্রকাশিত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা। প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ওই বাজেটে সামাজিক সুরক্ষা খাতে অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়। বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের অভিযোগ, কর বাড়িয়ে ব্যয় মেটানোর এই সিদ্ধান্ত জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বাজেট প্রকাশের পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবশ্য প্রবল চাপের মুখে সরকার পরে সেই পরিকল্পনা প্রত্যাহার করে নেয়।

তবে বাজেট প্রত্যাহারের সিদ্ধান্তও বিক্ষোভ প্রশমন করতে পারেনি। উল্টো আন্দোলনকারীরা জানিয়েছেন, দুর্নীতি ও অস্বচ্ছ রাজনৈতিক পরিবেশ দূর না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটির সংকট চরম আকার ধারণ করেছে। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে।

বিক্ষোভে অংশ নেওয়া আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, ‘বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই উপযুক্ত সময়। আমরা মাফিয়া, অলিগার্ক (কতিপয়তন্ত্র) এবং তাদের দোসরদের হাত থেকে মুক্তি চাই।’

দুর্নীতি, অর্থনৈতিক চাপ এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার জেরে বুলগেরিয়ার চলমান সংকট সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নতুন মোড় নিল। এখন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে আছে পুরো ইউরোপ।