ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। গত অক্টোবরে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এই প্রথম হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে এমন বড় ধরনের হামলা চালাল ইসরায়েল। হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনী উভয়পক্ষই রোববার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শনিবার গাজা সিটির কাছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হলে রায়েদ সাদ নিহত হন। এই হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে, হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া রোববার এক ভিডিও বার্তায় রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল গত অক্টোবরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
খলিল আল-হাইয়া বলেন, ‘ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করার জন্য আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমাদের আহ্বান, তারা যেন এই লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেন।’
উল্লেখ্য, হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা মেনে গত অক্টোবরে গাজায় অস্ত্রবিরতি শুরু হয়। তবে গাজার স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তৃপক্ষের তথ্যমতে, চুক্তির পর থেকে ইসরায়েল এ পর্যন্ত প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব ঘটনা চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের প্রমাণ।




Comments