যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারগুলোর ওপর তিনি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন।
ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচারের অভিযোগ তোলেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ আগে ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘ঘৃণ্য হুমকি’ বলে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা।
এর আগে ও পরে আরও জাহাজে নিষেধাজ্ঞা আরোপ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো এ অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে মন্তব্য করেন।




Comments