Image description

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বাংলাদেশি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১০টা নাগাদ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ট্রাকটির উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাক চালকের নিকট উক্ত মালামালের কোনো বৈধ আমদানি বা পরিবহন সংক্রান্ত কাগজপত্র না থাকায় বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে আসামিসহ ট্রাক ও মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা: ১৩৫ বস্তা, মোট ওজন ৪,০৫০ কেজি; আনুমানিক সিজার মূল্য ৬০,৭৫,০০০ টাকা। বাংলাদেশি চাল: ১০৫ বস্তা, মোট ওজন ৫,২৫০ কেজি; আনুমানিক সিজার মূল্য ৪,২০,০০০ টাকা।ট্রাক: ১টি; আনুমানিক সিজার মূল্য ৫০,০০,০০০ টাকা।মোবাইল ফোন: ১টি (Vivo Y-12S); আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়ায় ১,১৫,১৫,০০০ টাকা (এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা)।

এ ঘটনায় আটককৃত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার  বিলপাড় গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে মোঃ ফরহাদ উদ্দিন (২৫)।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।