Image description

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দেশের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান আসিম মুনিরের কোনো ওয়াশিংটন সফরের পরিকল্পনা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেই।

মুখপাত্র রয়টার্সের প্রতিবেদনটি ভুল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানি সরকার সব উচ্চপর্যায়ের সফরের তথ্য অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে এবং এই মুহূর্তে এমন কোনো সফরের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।

তিনি আরও বলেন, যতক্ষণ না সরকারিভাবে সফরের তথ্য ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ এই ধরনের সংবাদ শুধুমাত্র কল্পনাপ্রসূত এবং ভুল হিসেবে গণ্য করা উচিত। এছাড়া, পাকিস্তান সরকার অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ঘটানো হামলার সঙ্গে দেশকে যুক্ত করার মিথ্যা রিপোর্টেরও তীব্র সমালোচনা করেছে।