গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চন্দ্রা মোড় এলাকার পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একদল চোর চক্র চন্দ্রা মোড় সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল। এসময় খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিদ্যুৎ বিভাগে খবর দেয়।
কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আলমগীর হোসেন জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"




Comments