ভারতের মধ্যপ্রদেশে অবৈধ চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে এক দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন এক ট্রাকচালক। চাঁদা না দিয়ে উল্টো এক চাঁদাবাজকে ট্রাকের জানালায় ঝুলিয়ে প্রায় ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে গেছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের রেওয়া জেলার হানুমানা আরটিও (RTO) চেকপোস্ট সংলগ্ন এলাকায়।
ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, হানুমানা আরটিও চেকপোস্টের কাছে এক ব্যক্তি নিজেকে পরিবহনকর্মী পরিচয় দিয়ে তার কাছে কাগজপত্র দেখার নাম করে টাকা দাবি করেন। সুমিত টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি জোরপূর্বক ট্রাকে ওঠার চেষ্টা করেন। এসময় আতঙ্কিত হয়ে চালক ট্রাক না থামিয়ে গতি বাড়িয়ে দেন। প্রাণ বাঁচাতে ওই চাঁদাবাজ ট্রাকের বাইরের দিকে ঝুলে পড়েন। ওই অবস্থায় চালক প্রায় ৫ কিলোমিটার পথ ট্রাক চালিয়ে নিয়ে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকের জানালায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছেন এক ব্যক্তি। এক পর্যায়ে তাকে চালকের কাছে ক্ষমা চাইতে এবং ট্রাকটি থামানোর জন্য অনুনয়-বিনয় করতে দেখা যায়।
মধ্যপ্রদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে রাজ্যের সব পরিবহন চেকপোস্ট বন্ধ থাকার কথা। কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, এখনো বিভিন্ন সীমান্তে দালাল ও কিছু অসাধু পরিবহনকর্মী সক্রিয় রয়েছে। তারা নিয়মিতভাবে চালকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। টাকা দিতে না চাইলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে হয়রানি করা হয়।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সীমান্ত এলাকায় কীভাবে এই অবৈধ চাঁদাবাজি ও দালালদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং পুলিশি নজরদারি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
Comments