Image description

রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করেছে। অভিনব কায়দায় পানির নিচে লুকিয়ে রাখা এসব কাঠ আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মো. আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল উপজেলার মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার নূর আলমের স’মিল সংলগ্ন কাচালং নদীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পানির নিচ থেকে ১৭৩.০৯ ঘনফুট গর্জন ও বাদিগাছের গোল কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩২ হাজার ৭২৫ টাকা।

অভিযোগ রয়েছে, অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে এসব কাঠ কাচালং নদীর তলদেশে ডুবিয়ে রেখেছিল। বিজিবির টহল দল অত্যন্ত দক্ষতার সাথে পানির নিচ থেকে এসব গাছের গুঁড়ি টেনে তুলতে সক্ষম হয়।

এই অভিযান প্রসঙ্গে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা ধরা পড়ার ভয়ে নানা অভিনব কৌশল অবলম্বন করছে, যার একটি উদাহরণ হলো নদীর তলদেশে কাঠ লুকিয়ে রাখা। এ কারণে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আভিযানিক তৎপরতা জোরদার করেছি।”

তিনি আরও যোগ করেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠ পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।