Image description

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কে ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। 

রোববার (২১ ডিসেম্বর) রিয়াদে মন্ত্রণালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সৌদি আরবে এই ধরনের উচ্চ পর্যায়ের সম্মান সাধারণত রাষ্ট্র ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিদেশী নেতাদের দেওয়া হয়। এটি দু’দেশের মধ্যে মিত্রতা, সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে দৃঢ় করার একটি প্রতীকী পদক্ষেপ।

দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে অসামান্য অবদানের জন্য দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের নির্দেশ অনুসারে এটি করা হয়েছে।

প্রিন্স খালিদ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ফিল্ড মার্শাল মুনিরকে অভিনন্দন জানান এবং তার অব্যাহত সাফল্য কামনা করেন।

এসময় উভয় পক্ষ ঐতিহাসিক সৌদি-পাকিস্তান সম্পর্ক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করে। তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি স্থাপনের প্রচেষ্টা, সেইসাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স আব্দুল রহমান বিন মোহাম্মদ বিন আইয়াফ, জেনারেল স্টাফ প্রধান জেনারেল ফায়াদ আল-রুয়ায়িলি, প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন আব্দুল আজিজ বিন সাইফ, সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ ফারুক এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।