যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। চিকিৎসাসেবার প্রয়োজনে রোগী স্থানান্তরের একটি মানবিক মিশনে নিয়োজিত থাকাকালে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকান নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। এর মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মেক্সিকান মেরিন কর্পস এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিমানটি মূলত গুরুতর দগ্ধ শিশুদের সুচিকিৎসার লক্ষ্যে একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিবহণ মিশনে অংশ নিয়েছিল।
মার্কিন কোস্টগার্ডের পেটি অফিসার লুক বেকার সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’কে (এপি) জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।




Comments