Image description

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী এলাকা থেকে মাছ ধরার সময় দুটি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) এবং টেকনাফের শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাত জেলের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা ও জেলে কলিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন সাগরে মাছ শিকার করছিলেন কয়েকজন জেলে। এসময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয়জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তারা নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করে।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে একই এলাকা থেকে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

এ ঘটনার পর সেন্টমার্টিন ও উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বিজিবি বা কোস্টগার্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।